শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo

সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ঢাকা, ১৭ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর এর উদ্যোগে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে এবং যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সিঙ্গাপুরে বসবাসরত প্রায় তিন শতাধিক প্রবাসী ও তাদের পরিবারবর্গের উপস্থিতি এবং শতাধিক শিশু কিশোরের প্রতিযোগিতায় অংশগ্রহণ এর মাধ্েযমে এই বিশেষ দিবসটির অনুষ্ঠান আনন্দমুখর উৎসবে পরিণত হয়।

দিবসটির অনুষ্ঠানমালার মধ্যে ছিল মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, বঙ্গবন্ধুর শৈশব, বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের উপর আলোচনা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বয়সভিত্তিক কবিতা পাঠ, উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিতআলোচনা সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, রাজনৈতিক জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধুর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার জনাব মো. মোস্তাফিজুর রহমান তাঁর স্বাগত ভাষণে বলেন, ১৭ মার্চ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ববহ। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুর ত্যাগ, তিতিক্ষা আর সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। হাই কমিশনার আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলাদেশ” গড়ার দর্শন বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে হবে। সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিতঅনুষ্ঠান এর শেষ পর্বে মান্যবর হাই কমিশনার এর সহধর্মিনী মিসেস তানজিনা বিনতে আলমগীর প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারী সবার মধ্যে পুরস্কার বিতরণ করেন। আমন্ত্রিত অতিথিদেরকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।

এবিএন/মাইকেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত