শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পটিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

পটিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

পটিয়া (চট্টগ্রাম), ১৭ মার্চ, এবিনিউজ : পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র‌্যালী, চিত্রাংকন রচনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেলুল কাদের।

এতে প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি, সহকারি কমিশনার ভূমি (পটিয়া) মিল্টন রায়।

আরো বক্তভ্য রাখেন- যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইন উদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, শিবু দাশসহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ।

সভায় বক্তারা বলেন, ১৯২০ সালে গোপালগঞ্জ জেলার টঙ্গী পাড়া গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। ঐ সময় তিনি বাংলার প্রিয় মাটিতে খোকা হিসেবে পরিচিত লাভ করে।

নিজ গ্রামে যেমন স্নেহের পরশে বড় হয়েছিলেন তেমনি ভাবে বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সাড়ে ৭ কোটি বাঙালীদের মাঝে ভালোবাসার আশ্রয়স্থল হিসেবে বঙ্গবন্ধু জাতির জনক হিসেবে সারা বিশে^র দরবারে খ্যাতি অর্জন করেন।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত