![হাতীবান্ধায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে ছাত্রলীগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/rally_abenws_130862.jpg)
লালমনিরহাট, ১৭ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধায় জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস পালন করেছে ছাত্রলীগ।
এ উপলক্ষে আজ শনিবার বিকেলে জেলার হাতীবান্ধা আলিমুদ্দিন কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি গোটা শহর প্রদক্ষিণ করে স্থানীয় ডাক বাংলো মাঠে ছাত্র সমাবেশে মিলিত হয়।
ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহানের সভাপতিত্বে উক্ত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান বদিউজ্জামান ভেলু, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু দিলীপ কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ও রওশন হাবিব খান মানিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল।
বক্তব্য রাখেন- উপজেলা কৃষকলীগের সভাপতি আলা উদ্দিন মিয়া, সেচ্ছাসেবক লীগের সভাপতি জরজসি আলম দরদী, যুবলীগ সভাপতি হামিদুল ইসলাম, সম্পাদক শাহীন হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মামুন, সাবেক ছাত্রলীগ সম্পাদক উমর ফারুক মানিক, উপজেলা ছাত্রলীগের সম্পাদক পারভেজ হোসেন।
আরো বক্তব্য রাখেন- আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগ সভাপতি লিপন কুমার রায়, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আমিনুল হক ডন, বিদ্যুৎ শ্রমিক লীগের সম্পাদক আজিজুল ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা বাধঁন পাটোয়ারী, লেলিন, নিয়াজ বাপ্পী, ফাহমিদুল সিক্ত, রতন প্রমুখ।
পরে সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি