
ঢাকা, ১৭ মার্চ, এবিনিউজ : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জনাব মো. লুৎফর রহমান মিশন কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের একটি সাংস্কৃতিক সমাবেশে সকল শিশুকে দেশকে ভালোবাসার এবং দেশকে জানার জন্য আহবান জানিয়েছেন।
শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির পিতার জন্মদিন সকল শিশুর জন্যই আনন্দের দিন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি বিশেষতঃ শিশুদের প্রতি তাঁর ভালবাসা ছিলো অসীম ও কুন্ঠাহীন। তিনি শিশুদেরকে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উপর সব সময় গুরুত্ব আরোপ করেছেন। কাজেই, তোমাদেরকে জাতির পিতার আদর্শ নিয়ে বড় হতে হবে। ”
মুম্বাই-এর ’ন্যাশনাল সেন্টার ফর দা পারফর্মিং আর্টস’ ভবনের মিলনায়তনে স্থানীয় জওহর লাল বাল ভবন’ স্কুল, ”আনাম প্রেম” শিল্পগোষ্ঠী, মুম্বাই প্রবাসী বাংলাদেশীদের সন্তান এবং দূতাবাসের শিশু কিশোরসহ প্রায় ৪৫ জন শিশুকিশোর অংশগ্রহণ করে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ, শ্রদ্ধেয় উপহাইকমিশনারের বক্তব্য জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু কিশোররা বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে প্রবন্ধ পাঠ ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করে। এছাড়াও ভারতীয় শিশু কিশোররা রবীন্দ্র সঙ্গীতসহ বিভিন্ন শিশুতোষ নৃত্য, গীত ও নাটিকা উপস্থাপন করে।
অনুষ্ঠানের শেষে শ্রদ্ধেয় উপহাইকমিশনার অংশগ্রহণকারী শিশুকিশোরদের হাতে সর্টিফিকেট, ক্রেস্ট ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচিত ”গ্রাফিক নভেল: মুজিব” উপহার হিসাবে তুলে দেন।
অনুষ্ঠানে আগত সকল বিদেশী অতিথি বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ও তাদের আগ্রহ সৃষ্টি করতে উপ হাইকমিশনের এ উদ্যোগের প্রশংসা করেন।
এবিএন/মাইকেল/জসিম/এমসি