দৌলতপুর (কুষ্টিয়া), ১৭ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিকেলে তারাগুনিয়া আওয়ামী লীগ কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়াশীলীগে সভাপতি আফাজ উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কাউসার আলী, আতিয়ার রহমান, রেজাউল হক মাষ্টার, মোতাচ্ছিম বিল্লাহ, এ্যাডভোকেট মিঠু দেওয়ানসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এবিএন/জহুরুল হক/জসিম/এমসি