![কাউখালীতে মাদরাসায় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/madrasa_abnews_130866.jpg)
কাউখালী (পিরোজপুর), ১৭ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া ফাযিল মাদরাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ শনিবার সকাল ৮ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ মাল্টিমিডিয়া প্রজেক্টরে বঙ্গবন্ধুর জন্ম থেকে শাহাদতবরন পর্যন্ত বিভিন্ন ঘটনা প্রবাহের প্রমাণ্য ভিডিও প্রদর্শনকরা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
অধ্যক্ষতার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেও জন্য জাতির জনক বঙ্গবন্ধু এক অনুকরণীয় আদর্শ। বঙ্গবন্ধুর শিশু জীবন থেকে রাজনৈতিক জীবনের প্রত্যেকটি কর্মকান্ডেই রয়েছেসঠিক নেতৃত্ব ও দেশ প্রেমের সমুজ্জল শিক্ষা।
শেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাযাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি