![লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শিশু নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/road-accident3_130868.jpg)
লালমনিরহাট, ১৭ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে বন্যা ঘোষ নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলার তিস্তা এলাকায় রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বন্যা পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলা শহরের ঘোষ পাড়া এলাকার বিদু ঘোষের মেয়ে বলে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, শিশু বন্যা ঘোষ মায়ের সাথে অটোরিক্সা যোগে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকার খালার বাড়িতে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক পিছন থেকে অটোরিক্সাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বন্যা।
ট্রাকটি পালিয়ে গেছে বলে জানা গেছে।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি