শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হবিগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হবিগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হবিগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

হবিগঞ্জ, ১৭ মার্চ, এবিনিউজ : হবিগঞ্জে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকালে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ, জেলা প্রশাসনের উদ্যোগে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি ও শিশু সমাবেশ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডেভোকেট মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মুহাম্মদ আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর সৈকত।

আরো উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট লুৎফুর রহমান, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।

এছাড়া শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সাথে প্রাসঙ্গিক চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং “শিশু থেকে বঙ্গবন্ধু” এবং উপস্থিত বক্তৃতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত