ঝিনাইদহ, ১৭ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালী, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা। আজ শনিবার দিনব্যাপী কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের দু’গ্রুপ পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে।
জানা গেছে, আজ শনিবার সকালে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা চত্বর এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া আওয়ামী লীগের দু’গ্রুপ সকালে ও বিকেলে পৃথকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরে আনন্দ র্যালি বের করে।
এবিএন/যবনিকা/জসিম/এমসি