![বন্দরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/cake_abenws_130880.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ১৭ মার্চ, এবিনিউজ : বন্দরে ১০ হাজার শিশু-কিশোরদের নিয়ে স্বরণেকালের সর্ববৃহত্তম কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান নিজ অর্থায়নে।
আজ শনিবার বন্দরের সরমক্ষেত্র ৭১’ মাঠে ৫ শত পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন করা হয়। বন্দর উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্দুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি পালন করা হয়।
বন্দরের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের ১০ হাজার শিক্ষার্থীদের নিয়ে সকাল ১০টায় আলোচনা সভা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষনসহ বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় সাংসদ সেলিম ওসমান বলেন, আমি বঙ্গবন্ধুকে ভালবাসি, আমি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই। বঙ্গবন্ধু আমার হৃদয়। বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র হাতেি নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা না করলে অনেক আগেই আমরা উন্নত বিশ্বের নাগরিকের মর্যাদা পেতাম।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এমপির সহধর্মীনী নাসরিন ওসমান, থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ, জেলা জাতীয়পার্টির আহ্বায়ক আবুল জাহের, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ।
এছাড়া কদম রসুল কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়।
এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি