![ভোলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/17/sova_abnews_130882.jpg)
ভোলা, ১৭ মার্চ, এবিনিউজ : স্বাধীন বাংলাদেশের স্থাপতি,সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে র্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ভাষণ বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শহরের ওবায়েদুল হক কলেজ মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ৪টি বিভাগে ৫টি বিষয়ের উপর এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সম্পাদক আবদুল মমিন টুলু।
এসময় উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগ সভাপতি মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা সম্পাদক ও জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট সেক্রেটারী মো. আজিজুল ইসলাম, ভোলা সদর উপজেলা আ.লীগ যুগ্ম-সম্পাদক মো. সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লা নাজু, সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, মহিলা নেত্রী শাহীন আফসার প্রমুখ।
উক্ত আয়োজনটি ভোলা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের একান্ত প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়। যেখানে শিশুদের সাথে সারা দিন কাটায় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, শিশুরা পবিত্র ফুলের মত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান শিশুদের ভালোবাসতেন। তার জন্মদিনেই পালন করা হয় জাতীয় শিশু দিবস। শিশুদের খালি বইয়ের পাতায় সীমাবন্ধ না রেখে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তাদের মানষিক বিকাশের জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, শিশু কাল থেকেই শিশুদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ও বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। তারা যাতে বাংলাদেশ ইতিহাস শুনেই বড় হতে পারে।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি