শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

গফরগাঁও (ময়মনসিংহ), ১৭ মার্চ, এবিনিউজ : ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।

আজ শনিবার বিকেলে গফরগাঁও উপজেলা আাওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভাসহ নানা র্কমসূচির আয়োজন করা হয়েছে।

দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফাহ্মী গোলন্দাজ বাবেল বলেন, আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে লাল সবুজের পতাকার এই স্বদেশ হতনা। গোলামীর শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তি মিলতনা। এই মহান নেতার আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। আমাদের মানসপটে উজ্জল নক্ষত্রের মত জনকের স্মৃতি চির অম্লান হয়ে থাকবে।

ফাহ্মী গোলন্দাজ বাবেল আরও বলেন জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ বাস্তবায়নে একটি রুপকল্প ঘোষনা করেছে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপিত হবে আগামী ২০২১ সালে। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করেছি। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

আগামী একাদশ সংসদ নির্বাচনে এই জয় যাত্রা অব্যাহত রাখতে হবে। বিএনপি-জামায়াত জোট যেন আর মাথা তোলে দাঁড়াতে না পারে। সেই লক্ষ্যে আমাদের এক যোগে কাজ করে যেতে হবে।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত