শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ধর্মপাশায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ধর্মপাশায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ধর্মপাশায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ধর্মপাশা (সুনামগঞ্জ), ১৭ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও নানা বয়সী মানুষ অংশ নেন।

পরে সেখানে অস্থায়ী মঞ্চে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রশাসনের পক্ষে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে ধর্মপাশা থানার পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও ধর্মপাশা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা থানার ওসি সুরুঞ্জিত তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম ফরাজী।

উপজেলা আওয়ামী লীগের সবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউপি চেয়াম্যান সেলিম আহম্মেদ ও ধর্মপাশা প্রেসক্লাব সভাপতি জুবায়ের পাশা হিমু প্রমুখ।

এবিএন/ইমাম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত