বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সিলেটে বজ্রপাতে গ্যাসের লাইনে আগুন : নিহত ৫

সিলেটে বজ্রপাতে গ্যাসের লাইনে আগুন : নিহত ৫

সিলেট, ১৮ মার্চ, এবিনিউজ :সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে এক কলোনির ঘরে আগুন লেগে ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

শনিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ পাহাড় লাইনের লক্ষ্মণাবন্দ এলাকার কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (৪০), দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (২৫), তার শিশু সন্তান তাহসিন (২), গোলাপগঞ্জের দক্ষিণ নোয়াই গ্রামের সেবুল মিয়া (১৬) ও অজ্ঞাত এক কিশোর (১৫)।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক শিবলী বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতের সময় লক্ষণাবন্দ এলাকার লয়লু মিয়ার কলোনির গ্যাস রাইজারে আগুন লেগে যায়। পরে তা কলোনির আধা পাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরের মধ্যে আগুনে পুড়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

নিহত তাসলিমার স্বামী ফজলু মিয়াকে (৪০) দগ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিরকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত