শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গফরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা

গফরগাঁওয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা

গফরগাঁও, ১৮ মার্চ, এবিনিউজ : গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জননেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্ভাব্য আগামী ১২ এপ্রিল আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল এবং সার্থক করতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মানিক ,ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম,নাজমুল হক ঢালী, আওয়ামীলীগ নেতা মাসুদ হোসেন সোহেল,ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বৃন্দ,যুবলীগ ছাত্রলীগসহ অংঘসংঘঠনের নেতা কর্মীরা ।

সভাপতির বক্তব্যে বক্তব্যে ফাহ্মী গোলন্দাজ বাবেল এমপি বলেন, আজ মহান জাতির মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বাঙ্গালী জাতির জন্য প্রিয় নেতার মহান আত্মত্যাগ।

আগামী ১২ এপ্রিল জন নেত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে যোগদান করবেন। সমাবেশ সফল করতে আমাদের গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। ইতিহাস ঐতিহ্যের প্রিয় উপজেলা গফরগাঁও সব সময় অগ্রণী ভুমিকা রাখে। এবারও আমাদের সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা বিপুল জনসমাগম নিয়ে বর্ণাঢ্য সাজে স্মরণকালের এই সমাবেশে হাজির হব ইনশাল্লাহ। নিজেদের বিশেষত্ব ও গৌরব যেন অটুট অক্ষুন্ন রাখতে পারি।

সেই লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের উপজেলার প্রত্যন্ত এলাকা,গ্রাম-গঞ্জ,হাট-বাজার ইত্যাদি স্থানে গণ সংযোগ করে প্রধান মন্ত্রীর জনসভায় রেকর্ড সংখ্যক মুজিব অন্তপ্রাণ মানুষের যোগদান নিশ্চিত করতে হবে। আমাদের সাংগঠনিক অবস্থান যেকোনো সময়ের চেয়ে আরো সুসংহত এবং ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করে আবারো প্রমান করতে হবে অনন্য গফরগাঁওকে।

এবিএন/ নাজমুল হক বিপ্লব/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত