শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি

যশোর, ১৮ মার্চ, এবিনিউজ : অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে ৬ মাসের কারাভোগ শেষে ৩৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।

শনিবার রাতে বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম বলেন, তাদের বাড়ি খুলনা, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় দালালরা তাদের ভারতে পাচার করে। কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তাদের আটক করে পুলিশ। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দেশটির আদালত তাদের ৬ মাসের কারাদণ্ড দেয়।

দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত