![লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণে ১২৯ যাত্রীর জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/train-jorimana-abn_130924.jpg)
লালমনিরহাট, ১৮ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১২৯ যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দুইটি ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
লালমনিরহাটের রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন্ট সাজ্জাত হোসেন জানান, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে কমিউটার ৬৩নং ও আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১২৯ জন যাত্রীর কাছ থেকে ৮ হাজার ৩৪৫ টাকা জরিমানাসহ সমপরিমান ভাড়া আদায় করা হয়।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর