রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

লালমনিরহাটে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

লালমনিরহাটে আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

লালমনিরহাট, ১৮ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটে ছাত্রলীগের বহিস্কারকৃত সম্পাদকের হামলায় গুরুতর আহত বর্তমান সম্পাদক মাঈদুল ইসলাম বাবুকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গতকাল শনিবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি আদিতমারী হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন। এর আগে গত বৃহস্পতিবার বিকালে জেলার আদিতমারী উপজেলার জনতা ব্যাংক মোড় এলাকায় ওই উপজেলার ছাত্রলীগের বহিস্কারকৃর্ত সম্পাদক আবু সাঈদ মুরাদ এ হামলায় গুরুত্বর আহত হয় বর্তমান সম্পাদক মাঈদুল ইসলাম বাবু।

জানা গেছে, হামলার ঘটনায় আহত বর্তমান সম্পাদক মাঈদুল ইসলাম বাবু বাদি হয়ে বহিস্কারকৃত সম্পাদক আবু সাঈদ মুরাদসহ দুই জনকে আসামী করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।

প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আহত ছাত্রলীগ নেতা বাবু'র সাথে দীর্ঘক্ষন কথা বলে ওই দিনের হামলার বিষয়ের বিস্তারিত শুনে সুষ্ঠ বিচারের আশ্বাস প্রদান করেন। একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনে সোপর্দ করতে থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী আহত বাবুর চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলে উন্নত চিকিৎসা প্রদানের নির্দেশনা দেন।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত