![হাটহাজারীর চারিয়ায় ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/ctg-hathajari-it-vata-pic_130931.jpg)
হাটহাজারী(চট্টগ্রাম), ১৮ মার্চ, এবিনিউজ : হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় অবস্থিত ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আর্থিক জরিমানা আদায় করেছেন।
গতকাল শনিবার ১৭ মার্চ বিকালের দিকে ঐ এলাকার ইটভটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলীর নেতৃত্বেএ অভিযান চালানো হয় ।
সূত্রে জানা যায়, পরিবেশ আইন অমান্য করে উপরোল্লেখিত এলাকার বেশ কয়েকটি ইট ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এমন সংবাদের ভিক্তিতে অভিযান চালালে খবরের সত্যতা পায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট । এ সময় চারিয়া এলাকার এম,ওয়াই,সি (গ ণ ঈ) এবং কে,বি,এম(ক ই গ) নামক দুই ইটভাটাকে পরিবেশ আইন অমান্য করে কাঠ পোড়ানোর অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা ও আলামত হিসাবে এক ট্রাক কাঠ জব্দ এবং বাকী ইটভাটা মালিকদের পরিবেশ আইন লঙ্ঘন করে কাঠ না পোড়াতে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনার সময় মডেল থানা পুলিশের একটি টিম এবং প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদ সাথে ছিলেন।
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, অভিযানে গিয়ে যেসব ইটভাটায় কাঠ পেড়ানোর সত্যতা পেয়েছি সেসব ভাটা মালিকদের পরিবেশ আইন লঙ্ঘন করে কাঠ না পোড়ানোর জন্য প্রাথমিক ভাবে সর্তক করা হয়েছে।
এবিএন/মোঃআলাউদ্দীন/জসিম/নির্ঝর