![বাগমারায় রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/road-bagmara_130938.jpg)
বাগমারা, ১৮ মার্চ, এবিনিউজ : রাজশাহীর বাগমারায় রাস্তা পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। আজ রবিবার বেলা ১১ টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নে যাত্রাগাছী বাজার হতে তালতলী হাট পর্যন্ত এই রাস্তা পাকাকরণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী সানোয়ার হোসেন, জেলা আ.লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার, উপজেলা আ.লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, যাত্রগাছী মাদ্রসার অধ্যক্ষ নুরুল ইসলাম, মাস্টার জহুরুল ইসলাম, কাজের ঠিকাদার নাজমুল হোসেন, আ.লীগ নেতা এনামুল হক, ছাত্রলীগ নেতা নাইম আদনান, আব্দুর রউফ, রায়হান প্রমুখ।
ঋতু এন্টার প্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তাটির কাজ পেয়েছেন। ৫০ লাখের বেশি অর্থ ব্যয়ে ১ কিলোমিটার রাস্তাটি পাকাকরণ করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
এবিএন/শামীম রেজা/জসিম/নির্ঝর