বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বাগেরহাটে মাইক্রোবাসচাপায় মা-ছেলের মৃত্যু

বাগেরহাটে মাইক্রোবাসচাপায় মা-ছেলের মৃত্যু

বাগেরহাট, ১৮ মার্চ, এবিনিউজ : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ রবিবার সকালে ১০টার দিকে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি দোনা গ্রামের বাগেরহাট-মোরেলগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মোশারেফ হোসেনের স্ত্রী শিল্পী আক্তার (৩৫) ও তাদের ৭ বছর বয়সী শিশু সন্তান মো. ওমর।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ আলম বলেন, সকালে শিল্পী তার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন। বাগেরহাট-মোরেলগঞ্জ মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ায় সময় বাগেরহাট থেকে মোরেলগঞ্জমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে মাইক্রোটি জব্দ করে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত