বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় “জয় বাংলা” স্লোগান দেয়ায় স্কুল ছাত্রকে মারধর

ভোলায় “জয় বাংলা” স্লোগান দেয়ায় স্কুল ছাত্রকে মারধর

ভোলায় “জয় বাংলা” স্লোগান দেয়ায় স্কুল ছাত্রকে মারধর

ভোলা, ১৮ মার্চ, এবিনিউজ : “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দেওয়ায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মমিন মুন্সী ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করে। এই ঘটনায় আজ রবিবার সকালে স্কুলের শিক্ষাথীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

ভোলায় “জয় বাংলা” স্লোগান দেয়ায় স্কুল ছাত্রকে মারধর

শনিবার সকালে ভোলা জেলা প্রশাসন এর আয়োজনে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতাীয় শিশু দিবস উপলক্ষে শিশু সমাবেশ ও র‌্যালিতে সরকারি স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এসময় ৮ম শ্রেণির শিক্ষার্থী অশিকসহ আরো অনেকে বঙ্গবন্ধুকে স্বরণ করে “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” স্লোগান দেয়। এসময় স্কুলের শারীরিক শিক্ষার শিক্ষক মমিন মুন্সী ক্ষিপ্ত হয়ে র‌্যালির মধ্যে ব্যাপক মারধর ও শারীরিক নির্যাতন করে। পরে তাকে স্কুল থেকে টিসি দেয়ার হুমকি প্রদান করে।

আহত স্কুল ছাত্রের অভিবাবক জানান, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র আশিক মাহামুদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অন্যান্য ছাত্রের সাথে অংশ নেয়। র‌্যালিটি বাংলা স্কুল মোড় এলাকায় গেলে অন্যান্যদের সাথে ওই ছাত্রও "জয় বাংলা জয় বঙ্গবন্ধু" স্লোগান দেয়।

এতে করে শরীর চর্চার শিক্ষক মোমিন মুন্সি ক্ষিপ্ত হয়ে তার মাথায় ও কানে জোরে চর থাপ্পর মারে। এমনকি তাকে লাথি দিয়ে মারাত্বক আহত করে। এতে তার কানেও মাথায় মারাত্বক আহত হয়। এসময় তার ঘড়ি ভেঙে ফেলে। র‌্যালি শেষে স্কুলে গেলে তাকে নাস্তা পর্যন্ত দেয়নি। পরে বাসায় গেলে কয়েক বার বমি করে।

এ ঘটনায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর পাল এর দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, ওই ছাত্র র‌্যালিতে জয় বাংলা স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে মারধর করা হয়। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনেন। ঘটনাটির তদন্তে একটি কমিটি গঠন করে ঘটনার সঠিক বিচারের আশ্বাস দেন।

উল্লেখ্য, মমিন মুন্সী এর আগে তজুমদ্দিন স্কুলে থাকাকালীন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত