বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে: আবুল কালাম

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে: আবুল কালাম

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে: আবুল কালাম

ফরিদপুর, ১৮ মার্চ, এবিনিউজ : স্থানীয় সরকারি বিভাগের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেছেন, প্রতিবছরের উন্নয়ন কাজ সেই অর্থ বছরেই শেষ করতে হবে, নির্ধারিত সময়ে মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে তার দায় প্রকৌশলীদের নিতে হবে।

আজ রবিবার ফরিদপুর অঞ্চলের চলমান উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পর্যালোচনা বিষয় এক সেমিনারে এই কথা বলেন তিনি।

ফদিপুর শহরের হোটের র‌্যাফেল-ই এ মিলনায়তনের দিন ব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বৃহত্তর ফরিদপুরের স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের পিডি (প্রজেক্ট ডিরেক্টর), নিবার্হী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচাররি উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে: আবুল কালাম

আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্যে তিনি আরো বলেন, নবীন প্রকৌশলীরা প্রবীন প্রকৌশলীদের অভিজ্ঞাতা গ্রহন করবে, এতে তাদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে ।

এলজিইডির এই প্রধান প্রকৌশলী আরো বলেন, যে কোনো প্রকল্পের কাজের মান খারাপ হলে তার দায় প্রকৌশলীদের নিতে হবে। কাজের মানের ক্ষেত্রে কোনো ছাড়া দেওয়া হবে না।

সেমিনারে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জয়নাল আবেদিন, নূর মোহাম্মদ, খন্দকার আলী নূর, তত্বাবধায়ক প্রকৌশলী এ.কে আজাদ, আব্দুর রশিদ, আব্দুস সালাম মন্ডল, মতিয়ার রহমান, মো. লুৎফর রহমান, ফরিদপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. নুুর হোসেন ভূঞাঁ প্রমুখ।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত