শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রঙ্গারচরে ভিজিএফ এর চাল বিতরণে দুর্নীতির অভিযোগ

রঙ্গারচরে ভিজিএফ এর চাল বিতরণে দুর্নীতির অভিযোগ

রঙ্গারচরে ভিজিএফ এর চাল বিতরণে দুর্নীতির অভিযোগ

সুনামগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে ভিজিএফ কর্মসুচীর তালিকাভুক্ত অসহায়দের বঞ্চিত করে পছন্দমত দলীয় লোকদের মাঝে চাল বিতরণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর বিরুদ্ধে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে স্থানীয় আলতাব আলী গত ১১ মার্চ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারের ভিজিএফ কর্মসূচীর আওতায় হতদরিদ্রদের মাঝে ৩০ কেজি চাল ও নগদ ৫০০ টাকা বিতরণ করার কথা থাকলেও বিএনপি পন্থী চেয়ারম্যান মোঃ আব্দুল হাই ২২/২৪ কেজি চাল বিতরণ করে আসছেন। এমনকি কর্মসূচীর আওতায় তালিকাভুক্ত হতদরিদ্রদের বঞ্চিত করে চেয়ারম্যানের দলীয় লোকজনের মধ্যে ঐ সমস্ত চাল ও নগদ অর্থ বিতরণ করে আসছেন।

এছাড়া ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থিত এ চেয়ারম্যানের কাছে নাগরিক সেবা পাইতে চাইলে তিনি সেবা দিতেও অনীহা প্রকাশ করেন। তিনি ধমক দিয়ে বলেন তোমাদের নেতার কাছে যাও, আমার কাছে কেন এসো ? অভিযোগকারী ও স্থানীয় এলাকাবাসী এসব অনিয়মের বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবী জানান।

এ ব্যাপারে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন,ভিজিএফ এর চাল ও টাকা প্রকৃত অসহায় মানুষজনের মাঝে সমভাবে বন্টন করা হচ্ছে। যারা অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বলেও জানান।

এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত