![শ্রীমঙ্গলে আইডিয়া’র আয়োজনে সমন্বয় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/sreemangal-idea_130953.jpg)
শ্রীমঙ্গল, ১৮ মার্চ, এবিনিউজ : উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের সাথে এসডিসি-সমষ্টি প্রকল্পের সমন্বয় সভা আজ রবিবার শ্রীমঙ্গল কৃষি অফিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্পের সহযোগিতায় সমন্বয় সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, মোনালিসা সুইটি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুর রহমান সিদ্দিকী।
আরো উপস্থিত ছিলেন আইডিয়া’র ফিল্ড ফেসিলেটেটর মীর মো: তৌহিদুর রহমান ও মমতা দাস। সমন্বয় সভায় সার ও বীজ ডিলার, প্রাইভেট কোম্পানীর প্রতিনিধি, অগ্রগামী কৃষক, স্থানীয় সেবাদানকারী, সমাজসেবকসহ অর্ধ শতাদিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় জানানো হয়- লেবু, সবজি, হাঁস, স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা ও কমিউনিটি ক্লিনিক নিয়ে আইডিয়া কাজ করছে এবং সারাদেশে ১ লাখ ৮০ হাজার পরিবারের জীবনমান উন্নয়নের জন্য আইডিয়া-এসডিসি-সমষ্টি প্রকল্প কাজ করে আসছে।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর