বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট

সুনামগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জ-সিলেট সড়ক সংস্কারের দাবিতে পরিবহণ ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গত শুক্রবার রাত ৮টায় সুনামগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির নেতৃবৃন্দ তাদের কার্যালয়ে এ ধর্মঘটের ঘোষনা দেন।

ঘোষণা কর্যকর করতে আজ পরিবহন ধর্মঘট চলছে সুনামগঞ্জ-সিলেট সড়কের ২০টি রুটে। পরিবহন ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এদিকে জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতি দুপুর ১২টায় সড়ক ও জনপথ অফিস ঘেরাও করেছে।

পরে জেলা প্রশাসক সাবিরুল ইসলামের অনুরোধে বেলা ২টায় ধর্মঘট প্রত্যাহার করে নেন জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা। যৌক্তিক দাবির প্রতি সহমত প্রকাশ জেলা প্রশাসক করে বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা ডেকে সমস্যা নিরসনে করনীয় ঠিক করবেন।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ জেলার জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার কাজ না করায় এ রুটে চলাচলকারী যাত্রী সাধারণের জন্য মরণ ফাঁদে পরিনত হয়েছে। প্রতি মাসেই ঘটছে মারাত্মক সড়ক দুর্ঘটনা। গত তিন মাসে সড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২০ জনেরও অধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

সড়কের দু’পাশের মাটি সরে যাওয়ায় যানবাহন চলাচলে নিয়মিত বিঘœ ঘটছে। এছাড়া বেশ কিছু এলাকায় দোকানপাট সহ অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে সড়কটি প্রশস্ততা হারিয়েছে অনেক আগেই। তাই পরিবহন মালিক সমিতি সুনামগঞ্জ টু সিলেট, সুনামগঞ্জ টু জগন্নাথপুর, সুনামগঞ্জ টু দিরাই, সুনামগঞ্জ টু তাহিরপুর, সুনামগঞ্জ টু দোয়ারাবাজার, সুনামগঞ্জ টু সাচনাসহ ২০টি রুটে যানবাহন চলাচল বন্ধ রেখে ধর্মঘটের মাধ্যমে দাবী আদায় করতে মাঠে নেমেছে।

সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব মোঃ নুরুল হক বলেন, সুনামগঞ্জ সিলেট সড়কে আঞ্চলিক মহাসড়ক ঘোষণা করা হয়েছে ১৯৯৭ সালে কাগজে পত্রে আঞ্চলিক মহাসড়ক ঘোষানার পরে বাস্তবে আঞ্চলিক মহাসড়কে কোন রূপ নেয়নি। প্রায় দু’বছর আগে এ সড়কের ১৭ টি নুতন করে ব্রীজ নির্মাণ করা হলেও সড়ক সংস্কার না হওয়ায় যাত্রী সাধারণ এর সুফল পাচ্ছেন না।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সড়কটি সংস্কারের জন্য ৮৪ কোটি টাকার দরপত্র আহ্বান করে। অদৃশ্য কারণে ঠিকাদারী প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ এখনো শুরু করেনি। তারা উচ্চ আদালতে কাজের বিরুদ্ধে স্টে করেছে। হাইকোর্টের মামলা প্রত্যাহারসহ আঞ্চলিক মহাসড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে আমরা ধর্মঘট আহ্বান করেছি।

সড়ক সংস্কারের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদ সম্প্রতি মানববন্ধন করে ও যোগাযোগ মন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছি।

সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মাইক্রোবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুহাম্মদ জুয়েল মিয়া বলেন, জেলা প্রশাসকের অনুরোধে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। যৌক্তিক দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত