শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

তালায় সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ

তালায় সরকারী রাস্তার গাছ কাটার অভিযোগ

তালা (সাতক্ষীরা), ১৮ মার্চ, এবিনিউজ : সাতক্ষীরার তালা উপজেলার রাস্তার সড়কের পাশের সরকারী গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি সদস্য বিকাশ মন্ডলের ছত্রছায়ায় গাছ কেটে বিক্রি করেছে। তিনি প্রশাসনের সাথে দফারফা করার চেষ্টা করছে বলে জানান স্থানীয়রা।

গত বুধবার (১৪ মার্চ) সকালে উপজেলার রায়পুর গ্রামের পূর্বপাড়া সার্ব্বজনীন পুজা মন্ডপ সংলগ্ন সরকারি সড়কের দুইটি গাছ কাটার কার্যক্রম চলছিল। রায়পুর গ্রামের সুধীর গোলদারের ছেলে প্রভাষ গোলদার ২০ হাজার টাকায় ওই গাছ বিক্রি করেন।

গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে ওই দুইটি গাছের গোড়া খোড়া হয়েছে। কয়েকটি ডালপালা কাটা হয়েছে।

এসময় স্থানীয়রা জানান, গাছ কাটার সময়ে খলিলনগর ইউনিয়ন অফিসের তহশীলদার তালুকদার মোহাম্মদ হাছনাদ গাছটি কাটা বন্ধ করে দেন। বর্তমানে গাছ কাটার কার্যক্রম বন্ধ থাকলেও তারা গাছ কাটতে মরিয়া হয়ে উঠেছে। প্রশাসনের সাথে আতাতও শুরু করেছে তারা। এজন্য জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

অভিযুক্ত প্রভাষ গোলদার জানান, ‘গাছটি খাসের উপর হলেও আমার বাবার লাগানো তাই আমি কেটেছি। এলাকায় খাসের উপর অনেকেরই গাছ এবং ঘরবাড়ি রয়েছে’।

খলিলনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) তালুকদার মোহাম্মদ হাছনাদ বলেন,‘গাছের অবস্থান সরকারি জায়গায়, তাই গাছ কাটা বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি জানান, বিষয়টি নিয়ে গত ১৪ মার্চ ২৮নং স্মারকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট একটি অভিযোগ দাখিল করা হয়েছে’।

রায়পুর ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংশা করার চেষ্টা চলছে। তবে গাছ দুই সরকারি জায়গায়।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান এস এম আজিজুর রহমান রাজু বলেন,বিষয়টি আমি শুনেছি। তবে গাছ দুইটি সরকারী জায়গায়।

তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফরিদ হোসেন বলেন, এখনও লিখিত কোনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/সেলিম হায়দার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত