বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে শিবিরের হামলা
মঞ্চ ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুর

লালমনিরহাটে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে শিবিরের হামলা

লালমনিরহাটে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে শিবিরের হামলা

লালমনিরহাট, ১৮ মার্চ, এবিনিউজ : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে মঞ্চ ভাংচুর করা হয়েছে। গতকাল শনিবার রাতে শিবিরের ক্যাডাররা এ হামলা চালিয়ে মঞ্চসহ বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে বলে অভিযোগ করেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজ হোসেন বাবু।

ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ জাহান আলী জানান, জাতির জনক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ও জাতীয় শিশু দিবসে তিনি দিন ভর বিভিন্ন কর্মসুচী পালন করেন। রাতে বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ৮ টার দিকে কতিপয় ছেলে এসে মঞ্চ, বঙ্গবন্ধুর ছবি ও ব্যানার ভাংচুর করেন। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। এখন মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজ হোসেন বাবু বলেন, উমর, আলী, সোহান, দুলাল, গফুর, সিক্কু, সজীব নামে বেশ কয়েকজন শিবিরের ক্যাডাররা এ হামলা চালায়। আমি তাদের ব্যক্তিগত ভাবে চিনি। অনুষ্ঠানের সব কিছুই ভাংচুর করে পুরো অনুষ্ঠান ভন্ডল করে দিয়েছে। বিষয়টি ইতোমধ্যে পুলিশকে অবগত করা হয়েছে।

তবে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত উমর ও সজীব জানান, কোনো হামলার ঘটনা ঘটেনি। বাঁিশ বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা কাটাকাটি হয়েছে মাত্র। তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত নয়। তাদেরকে পরিকল্পিত ভাবে ফাসিঁয়ে মঞ্চ ভাংচুরের নাটক তৈরী করা হচ্ছে।

ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, আমি আজ রোববার সকালে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশার চেষ্টা করা হচ্ছে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত জানান, বিষয়টি তেমন নয়, ব্যানার ছিড়ে ফেলেছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি বসে স্থানীয় ভাবে মিমাংশা করেছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত