![দুর্গাপুরে শিক্ষকদের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/abnews-24.bbbbbb_130972.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১৮ মার্চ, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুর পৌর শহর বাগিচাপাড়ায় আজ রবিবার বেসরকারী উন্নয়ন সংস্থা গণবান্ধব আয়োজিত প্রাক-প্রাথমিক শিক্ষকদের শিখন-শেখানো কার্যবলীর বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক গনেশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কো-অর্ডিনেটর (পপি) সুমন হাজং, সংস্থার পরিচালক আশুতোষ চন্দ্র সরকার, প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ইংরেজী বিষয়ের প্রধান পরীক্ষক ও প্রশিক্ষক মো. মাহমুদুল হোসাইন রুমি, গনিত বিষয়ের প্রধান পরীক্ষক ও প্রশিক্ষক একেএম শাহজাহান কবির, বাংলা বিষয়ের প্রশিক্ষক এম এ হান্নান, প্রমুখ। প্রধান অতিথি প্রকল্পের কাজ সুন্দর ও নিষ্ঠার সহিত বাস্তবায়নের জন্য সংস্থার কর্তৃপক্ষ এবং সহকর্মীদের আহবান জানান।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা