![মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের সাময়িক কর্মচারীদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/munshigonj-chakri_130974.jpg)
মুন্সীগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ : মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সাময়িক কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় কলেজের সামনের রোডে এ কর্মসূচি পালন করে বেসরকারি কর্মচারী পরিষদের সদস্যরা। তাদের দাবি প্রত্যেকেই প্রায় ২ থেকে ২৫ বছর যাবৎ সরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছে কিন্তু তাদের চাকুরি জাতীয়করণের ব্যাপারে সরকার কোন ধরনের ব্যবস্থা নিচ্ছে না বরং নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে সারাদেশে সরকারি কলেজসমূহে যে পরিমাণ জনবল রয়েছে তার মধ্যে প্রায় ৮৫% থেকে ৯০% জনবল বেসরকারিভাবে কলেজের ফান্ড থেকে বেতন পেয়ে কাজ করছে।
বেসরকারি কর্মচারী পরিষদের সদস্য মো: রুবেল বলেন, আমরা সরকারি কলেজসমূহে কর্মরত অভিজ্ঞতা সম্পন্ন জনবল এবং আমাদেরকে চাকুরিকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি করার জোর দাবি জানাচ্ছি। আমাদের হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ-এ কম্পিউটার অপারেট, স্টোর কিপার, সেমিনার সহকারী, এমএলএসএসসহ প্রায় ৪৫ জন কর্মচারী বেসরকারিভাবে কাজ করছি। তাদের যদি চাকুরি হারিয়ে যায় বা সরকার নতুনভাবে এ সকল পদে লোক নিয়োগ করে তাহলে আমাদের চাকুরি হারাতে হবে। আর এ চাকুরি হারালে অনেকেরই সরকারি চাকুরির বয়স পার হয়ে গেছে তাদের অবস্থা কেমন হবে? তাদের পরিবার পরিজন নিয়ে কোথায় গিয়ে দাড়াবে? এমতাবস্থায় তাদের আত্মহত্যার পথ বেঁছে নেওয়া ব্যতিত অন্য কোন পথ থোলা থাকবে না। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাদের এ দাবিটি আন্তরিকভাবে বিবেচনা করে আমাদের চাকুরি স্থায়ীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদী।
বেসরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক মুহম্মদ মনির হোসেন বলেন, আজকের এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকেই ধন্যবাদ। আমাদের দাবি সরকারি কলেজে যারা পূর্ব থেকে কর্মরত আছেন তাদের বাদ দিয়ে নতুন নিয়োগ চলছে। এমতাবস্থায় যারা কর্মরত আছে তাদের ভবিষ্যৎ অবস্থা কী হবে? আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ দেশ স্বাধীন করেছিলেন এবং প্রতিটি মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আমাদের প্রাণের দাবি সরকারি কলেজের সাময়িক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদয় হবেন। আর আমাদের এ দাবি আদায়ের লক্ষ্যে আগামী কার্যক্রমগুলো শান্তিপূর্ণভাবে এবং আমরা সম্মিলিতভাবে চালিয়ে যাবো।
বেসরকারি কর্মচারী পরিষদের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান পরবর্তী কার্যক্রম সম্পর্কে বলেন, আমরা চাকুরি জাতীয়করণের দাবি আদায়ের লক্ষে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর, শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ, কেন্দ্রীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধ, শহীদ মিনারে কর্মচারীদের নিয়ে একটি সম্মেলন যেখানে প্রধান অতিথি হিসেবে ডিজি মহোদয়কে অথবা মাননীয় শিক্ষামন্ত্রী কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে তার কাছে আমাদের এ দাবি তুলে ধরবো।
এবিএন/জসিম/নির্ঝর