![সিরাজগঞ্জে বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি: আহত ৭](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/abnews-24.bbbbbbbbbbbbb_130986.jpg)
সিরাজগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এ আগুন নিভাতে এসে কমপক্ষে ০৭ জন আহত হয়েছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, গতকাল শনিবার গভীর রাতে ওই বাজারের আকবর আলী ফার্ণিচার হাউস থেকে এই ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বাড়িসহ ৭টি দোকান প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বিদ্যুৎ শর্ট সার্কিটে ফার্ণিচার হাউস থেকে এ আগুন ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে সিরাজগঞ্জ রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে এ অগ্নিকান্ড নিয়ন্ত্রনে আনে। এদিকে এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা