![মুন্সীগঞ্জে জেলা বিএনপির কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/munshigonj-bnp_130996.jpg)
মুন্সীগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ : সারাদেশের ন্যায় ও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে জেলা বিএনপি কালো ব্যাচ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ রোববার সকাল ১১টায় মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সামনে ঢাকা উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনের পুলিশ রিমান্ডে মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচি পালন করে।
এসময় সদর থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তারিক কাসেম খান মুকুল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল আজিম স্বপন, এড. তোতা মিয়া, সাবেক ভিপি শাহিন, শহর যুবদল সভাপতি এনামূল হক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদর থানা ছাত্রদলের সভঅপতি মোঃ মহসিন, শহর ছাত্রদল সভাপতি এড. আরিফ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর বাদশা সিকদারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এই সময় বক্তারা জাকির হোসেন মিলনের জন্য দোয়া ও জাকিরের মৃত্যুর প্রতিবাদ জানান পুলিশি নির্যাতনের বিরুদ্ধে।
সদর থানা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ তার বক্তব্যে বলেন, বিএনপিকে নির্মুল করার উদ্দেশ্যেই সরকার পুলিশের দ্বারা আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে এবং জেলে নিচ্ছে। আমাদের নেতাকর্মীরা জেলেও নিরাপদ নয়। সেখানেও রিমান্ডের মাধ্যমে তাদের মৃত্যু ঘটাছে। যা আমাদের বিএনপির ঢাকা উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলন তার দৃষ্টান্ত।
এবিএন/আতিকুর রহমান টিপু/জসিম/নির্ঝর