![সিরাজগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/abnews-24.bbbbbbbbbbbbbb_130997.jpg)
সিরাজগঞ্জ, ১৮ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘দৈনিক ভোরের ডাক’ পত্রিকার গৌরবময় পথচলার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকি আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে কেক কেটে পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উক্ত পত্রিকার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সাংবাদিক সাজেদুল আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল আখতার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ গাজী রেজাউল করিম তালুকদার, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, ওসি মাহবুবুল আলম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার গাজী জহুরুল ইসলাম বাতেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি. এম কামরুজ্জামান লাবু, সহ সভাপতি আতিক মাহমুদ আকাশ, শিক্ষা অফিসার মোঃ আকতারুজ্জামান, প্রভাষক কাউছার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ তাপস, সাংবাদিক মোনায়েম খান, সাংবাদিক ড. গোলাম মোস্তফা, সাংবাদিক আশরাফ আলী প্রমুখ। এদিকে নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জ জেলা সদরে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা