![ইবিতে ফেসবুক বিষয়ক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/abnews-24.bbbbbbbbbbbbbbb_131002.jpg)
ইবি (কুষ্টিয়া), ১৮ মার্চ, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বুস্ট ইওর বিজনিজ উইথ ফেসবুক’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান।
মাল্টিমিডিয়া কনটেন্ট এন্ড কমিউনিকেশন লিমিটেডের (এমএমসি) কনটেন্ট ডেভেলপার মোহাম্মাদ সাইফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. রাশিদ আসকারী বলেন, ‘ফেসবুককে যদি আমরা একটি নির্মল-নির্দোষ ও নান্দনিক বিনোদনের মাধ্যম হিসাবে ব্যবহারের পাশাপাশি উপার্জনের উৎস হিসাবে বৈধভাবে ব্যবহার করতে পারি সেটি হবে ফেসবুকের উৎকৃষ্টতম ও প্রত্যাশিত ব্যবহার।’
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা