বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার নির্বাচনী তফশীল ঘোষণা

প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার নির্বাচনী তফশীল ঘোষণা

প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী শাখার নির্বাচনী তফশীল ঘোষণা

বোয়ালখালী (চট্টগ্রাম), ১৮ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার কার্যকরি সংসদ গঠনের লক্ষে নিবার্চনের তফশীল ঘোষণা করা হয়েছে। গত ১৩ মার্চ নিবার্চন কমিশনার এনামুল হক চৌধুরী এ তপশীল ঘোষণা করেছেন। ঘোষিত তপশীল অনুযায়ি গত ১৬ মার্চ ৬শত ৬৪ জন ভোটারের চুড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করা হয়েছে।

আগামী ২০ মার্চ মনোনয়ন পত্র বিতরণ ও জমাদানের শেষ দিন। ২১ মার্চ মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৩ মার্চ প্রত্যাহার, ২৪ মার্চ চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ৬ এপ্রিল শুক্রবার উপজেলার কানুনগোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পৌরসদরের গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে ৪০টি পদে ৫১জন প্রার্থী শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এনামুল হক চৌধুরী। তিনি জানান, গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬(ঙ) ধারা মোতাবেক সভাপতি পদে একজন প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক পদে একজন সহকারি শিক্ষক নির্বাচিত হবেন।

এবিএন/রাজু দে/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত