শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
কৃষি জমিতে অবৈধভাবে ইট ভাটা নির্মাণ

বদলগাছীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

বদলগাছীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

বদলগাছী (নওগাঁ), ১৮ মার্চ, এবিনিউজ : নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের শুরকালী নামক স্থানে লোকালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ৩ ফসলী কৃষি জমিতে অবৈধভাবে ইট ভাটা নির্মাণ কাজের প্রতিবাদ করায় দু’পক্ষের সংঘর্ষে ৭ জন গ্রামবাসী আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গ্রামবাসী জানায়, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন এবং তার ভাই সানোয়ার হোসেন আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের শুরকালী নামক স্থানের পূর্ব পার্শ্বে কোল্ড স্টোরেজ নির্মানের কথা বলে গ্রামবাসীর নিকট থেকে প্রায় ১০ বিঘা জমি ক্রয় করেন।

২০১৭ সালের জুলাই মাসের দিকে হঠাৎ করে উক্ত জমিতে ভাটা নির্মানের কাজ শুরু করলে গ্রামবাসী বাঁধা দেন। বাঁধা উপেক্ষা করে কাজ অব্যাহত রাখলে গ্রামের নারী, পুরুষ, আবাল বৃদ্ধ জনতা, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মানব বন্ধন করে জেলা প্রশাসক এবং পরিবশে অধিদপ্তরের পরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক একেএম মাসুদুজ্জামান স্বাক্ষরিত স্মারক নং ২২.০২.১০২০.২২১.৬০.০৪৪.১৭. তারিখ ১০/০৯/২০১৭ পত্রের মাধ্যমে ভাটার সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। তারপর থেকে ভাটার কাজ বন্ধ ছিল। হঠাৎ করে ১৭ মার্চ, ২০১৮ ইং তারিখ থেকে পুনরায় নির্মাণ কাজ শুরু করলে গতকাল রোববার সকাল ১১টার দিকে গ্রামবাসী একত্রিত হয়ে বাঁধা দিতে গেলে পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া ভাটা মালিকের ভাড়াটিয়া লোকজন লাঠি, রড, দেশীয় কিছু অস্ত্র নিয়ে গ্রামবাসীর উপর আক্রমন চালায়।

এতে উভয় পক্ষের সংঘর্ষে মৃত সন্তা সরদারের পুত্র দবির উদ্দিন (৭০), কিনা সরদারের পুত্র ফজেল হোসেন (৪০), মৃত ইমার উদ্দিনের পুত্র হাবিবুর রহমান (৫৮), মৃত হযরত আলীর পুত্র আ. মান্নান(৫২), মৃত ঠুনা সরদারের পুত্র আকামদ্দিন (৫৭), মৃত সন্তা সরদারের পুত্র আঃ জব্বার (৬০) এবং বাবুল হোসেন (৪৭) মারাত্মক আহত এবং রক্তাক্ত জখমী হন।

লোকজন দ্রুত তাদের বদলগাছী হাসপালে নিয়ে আসলে প্রথম ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের নওগাঁ আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনজন বদলগাছী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আধাইপুর গ্রামের চায়না বেগম, নাজমা বেগম, আঞ্জুয়ারা বেগমসহ অর্ধশতাধিক নারী পুরুষ জানায় লোকালয়ের ভিতরে ইটভাটা নির্মাণ কাজে গ্রামবাসী বাঁধা দেওয়ায় ফিরোজ চেয়ারম্যানের ভাড়াটিয়া লোকজন লাঠিসোটা এবং ছুড়ি হাতে নিয়ে গ্রামবাসীর উপর আক্রমন করে।

এসময় উত্তেজিত গ্রামবাসী ভাটা মালিকের পক্ষের লোকজনের কয়েকটি মটরসাইকেল ভাংচুর করে এবং ভাটার ঘরের জানালার পাল্লা ক্ষতি সাধন করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে ভাটার মালিক ফিরাজ চেয়ারম্যানের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, আমার লোকজন গ্রামবাসীর উপর আক্রমণ করে নি। গ্রামবাসী আমার সীমানার মধ্যে এসে আমার লোকজনের মটরসাইকেল এবং ঘরের জানালা ভাংচুর করেছে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ জানান, শান্তিপূর্ণ উপজেলায় কোনো অপ্রিতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না।

এবিএন/হাফিজার রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত