শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাণীনগরে পিতা-পুত্রকে পিটিয়ে জখম

রাণীনগরে পিতা-পুত্রকে পিটিয়ে জখম

রাণীনগর (নওগাঁ), ১৮ মার্চ, এবিনিউজ : নওগাঁর রাণীনগরে রাতে আঁধারে দূর্বৃত্তরা দেশীয় অস্ত্র ও রড দিয়ে পিতা-পুত্রকে বেধর মারপিট করে রক্তাক্ত জখম করেছে।

ঘটনাস্থল থেকে ওই রাতেই স্থানীয়রা গুরুত্বর অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। পিতা-পুত্রের অবস্থার অবনতি হলে দুই জনকেই উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসকরা বলেছেন, দুই রোগীরই শরীরে গুরুত্বর আঘাতসহ পা ভেঙে গেছে।

জানা গেছে, উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য একেএম আতোয়ার রহমান ভোমর ও তার ছেলে ইবনে ফরাদ প্রিন্স শনিবার এলাকার বানিয়াপাড়া গ্রামে একটি ওয়াজ মাহফিলে যায়। সেখান থেকে রাত অনুমান সাড়ে ১০টার দিকে মটরসাইকেল যোগে তার নিজ বাড়িতে ফেরার পথে বাড়ির অদূরে ধোপাপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পৌছা মাত্রই পূর্ব পরিকল্পনা মোতাবেক উৎ পেতে থাকা কতিপয় চিহিৃত ৮/১০ জন দুর্বৃত্তরা পথরোধ করে দেশীয় অস্ত্র ও রড দিয়ে পিতা-পুত্রকে বেধর মারপিটের এক পর্যায়ে ইউপি সদস্য ভোমর কে জবাই করার উদ্দেশে মাটিতে ফেললে প্রিন্স তার পিতাকে বাঁচানোর জন্য তার বুকের উপর ঝাপটি দিয়ে শুয়ে পড়ে আতœচিৎকার শুরু করে।

তার চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে আসলে দূবৃত্তরা পিতা-পুত্রকে রক্তাক্ত জখম করে ফেলে যায়। ঘটনাস্থল থেকে ওই রাতেই স্থানীয়রা উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরিস্থিতির অবনতি হলে দুই জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকরা বলেছেন, দুই রোগীরই শরীরে গুরুত্বর আঘাত সহ পা ভেঙ্গে গেছে। সে উপজেলার বিলপালশা গ্রামের আলহাজ্ব আজাহার আলী খন্দকারের ছেলে। এব্যাপারে আহত ইউপি সদস্যর বড় ভাই একেএম জহুরুল ইসলাম দুলাল বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করে।

আহতর বড় ভাই জহুরুল ইসলাম দুলাল জানান, তার ভাই এলাকায় দীর্ঘ দিন ধরে মেম্বারী করে আসছেন। স্থানীয়ভাবে তার জনপ্রিয়তায় ইর্শানিত্ব হয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলা করেছে। সন্ত্রাসীদের হামলায় ভোমর মেম্বারের দুই পা এবং ভাতিজা প্রিন্স এর বাম পা ভেঙে দেয়াসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

এ ব্যাপারে ৪নং পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান জানান, ভোমর আমার ইউনিয়ন পরিষদে পর পর কয়েকবার নির্বাচিত সদস্য। এলাকায় তার বেশ সুনাম রয়েছে। সে এলাকার কতিপয় দুর্বৃত্তদের অপকর্মের প্রতিবাদ করার কারণেই তার উপর এই হামলা।

ওই রাতে সে আমাকে বাড়িতে রেখে পিতা-পুত্র তার বাড়িতে মটরসাইকেল যোগে যাওয়ার পথে তাকে পথরোধ করে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ সহ দোষিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থার দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান জানান, ভোমর মেম্বারের উপর হামলার ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এবিএন/এ বাশার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত