শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে বজ্রপাতে গুইমারা ও মাটিরাঙ্গায় নিহত ২

খাগড়াছড়িতে বজ্রপাতে গুইমারা ও মাটিরাঙ্গায় নিহত ২

খাগড়াছড়িতে বজ্রপাতে গুইমারা ও মাটিরাঙ্গায় নিহত ২

খাগড়াছড়ি, ১৮ মার্চ, এবিনিউজ : পার্বত্য জেলা খাগড়াছড়িতে বজ্রপাতে গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলায় শিশুসহ ২জন নিহত এবং মহালছড়িতে ১ নারী আহত হয়েছে। গুইমারা উপজেলার বাইল্যাছড়ি আরবাড়ীপাড়া এলাকায় লিপিকা ত্রিপুরা (৯) নামের এক শিশু ও মাটিরাঙ্গা ওয়াছু মুন্সিপাড়া এলাকায় সাধন ত্রিপুরা নামের ১ম শ্রেণির এক ছাত্র বজ্রপাতে নিহত হয়েছে।

মহালছড়ি উপজেলার করল্যাছড়ি গ্রামে ১ (এক) মহিলা আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আকস্মিক বজ্রপাতে করল্যাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি আরবাড়ীপাড়া এলাকায় লিপিকা ত্রিপুরা(৯) নামের এক শিশু ও মাটিরাঙ্গা ওয়াছু মুন্সিপাড়া এলাকায় সাধন ত্রিপুরা নামের ১ম শ্রেণির এক ছাত্র বজ্রপাতে নিহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বছরের প্রথম বৃষ্টিপাতে সময় এ ঘটনা ঘটে।

লিপিকা ত্রিপুরা আরবাড়ীপাড়া এলাকার প্রতিন কুমার ত্রিপুরার কন্যা ও শ্বশানটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ও সাধন ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ওয়াছু মুন্সিপাড়া এলাকার অমিল ত্রিপুরা ছেলে।

এদিকে মহালছড়ি উপজেলার করল্যাছড়ি গ্রামে এক মহিলা আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আকস্মিক বজ্রপাতে করল্যাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অমলেন্দু চাকমার স্ত্রী শেফালী চাকমা (২৫) বজ্রপাতের ঘটনায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন মহালছড়ি সদর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শেফালী চাকমা নিজ বাড়িতে গৃহাস্থলির কাজে ব্যস্ত থাকাঅবস্থায় বজ্রপাতে শিকার হন। এ সময় শেফালী চাকমার গলায় পরিহিত রুপার চেইন পুড়ে গিয়ে কয়েক টুকরো হয় এবং সোলারের ব্যাটারী ব্লাস্ট হয়ে যায়।

মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক ডা: তনয় তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতের ঘটনায় শেফালী চাকমা গলার কিছু অংশ পুড়ে গেছে। তবে তিনি এখন আশংকা মুক্ত চিকিৎসাধীন রয়েছে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত