বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সেনবাগে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সেনবাগে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সেনবাগে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সেনবাগ (নোয়াখালী), ১৮ মার্চ, এবিনিউজ : নোয়াখালীর সেনবাগে কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ ১০ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক ব্যারিকেড ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে সেনবাগ- সোনাইমুড়ী সড়কের কানকিরহাট প্রধান সড়কে শিক্ষক, অভিভাবক সহ প্রতিষ্ঠানের প্রায় ১২ শতাধিক শিক্ষার্থী ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন। পরে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল চলাকালে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় স্থানীয় সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তিনিও বাধাগ্রস্ত হন। পরে তিনি গাড়ী থেকে নেমে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষনা দিলে ওসি মো হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে ইউপি চেয়ারম্যান বেলাল ভূইয়া, সাবেক চেয়ারম্যান আবদুল হক, যুবলীগের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান, জামাল মেম্বার ও শিক্ষকদের সহায়তায় সড়ক অবরোধটি তুলে নেয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথ জানান,গত বৃহস্পতিবার সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা গেইটে বের হবার সময় সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২৫/৩০ জন ছাত্র অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। হামলায় শিক্ষক সমির চন্দ্র বনিক, ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে সালাউদ্দিন,সালমা, জাহেদা,আকাশ, রাকিব,একরাম,রাফি,বিশাল ও খোরশেদ গুরুতর আহত হয়।

আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার সময় মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নাজিম উদ্দিন সহ কর্তব্যরত আয়োজকরা তাৎক্ষনিক দুটি বিদ্যালয়ের প্রতিনিধি ও সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী সহ জরুরী বৈঠকে বসেন। বৈঠকে সেনবাগ পাইলটের ছাত্রদের দায়ী করে পরবর্তী ব্যবস্থহা নিতে সময় ক্ষেপন করায় ওই বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় পরিস্থিতির অবনতি ঘটে।

এবিএন/ফিরোজ আলম ভূঞা রিগান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত