বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কুমিল্লায় শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫, আটক ১

কুমিল্লায় শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫, আটক ১

কুমিল্লা, ১৮ মার্চ, এবিনিউজ : কুমিল্লা সেন্টাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কু-রুচিপূর্ণ স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে শিবির-ছাত্রলীগের সংর্ঘর্ষে ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫ জন আহত এবং ১ জনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে কলেজে ক্যাম্পাসে এক ঘটনা ঘটে।

জানা যায় কুমিল্লা সেন্টাল মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র শিবির কর্মী ইউসুফ আব্দুল্লাহ তার ফেইসবুকে গতকাল রাতে প্রধানমন্ত্রীকে নিয়ে কু-রুচিপূর্ণ স্টেটার্স দেয়।

এ ঘটনায় কলেজ ছাত্রলীগ নেতারা প্রতিবাদ জানালে শিবির কর্মী যোবায়ের আহম্মেদ, মাইদুল ইসলাম, ইউনুস নূর, নিজাম মিয়া সহ শিবিরের একটি গ্রুপ কলেজ ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালায়। হামলায় ছাত্রলীগের তুষার মাহমুদ, আবুল কাইউম, দীপ্ত শাহা বাদালসহ ৫ জন আহত হয়।কুমিল্লায় শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫, আটক ১খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার এ.এস.আই আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তানবির নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ বিষয়ে সেন্টাল মেডিকেল কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান পাটোয়ারী জানান, বিষয়টি নিয়ে তদন্ত কমিটি করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এর বেশি মন্তব্য করতে তিনি রাজি হননি।

যারা প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কু-রুচিপূর্ণ টেস্টার্স দেয়, তাদের গ্রেফতারপূর্বক দৃন্তান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এবিএন/শাকিল মোল্লা/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত