সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

যশোরের ইটভাটায় কর্মজীবী ছাত্রের মৃত্যু

যশোরের ইটভাটায় কর্মজীবী ছাত্রের মৃত্যু

যশোর, ১৮ মার্চ, এবিনিউজ : যশোরের বাঘারপাড়ায় ইটের ভাটায় কাজ করার সময় মাটির ঢিবি থেকে পড়ে হজরত আলী (১৮) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় যশোরের বাঘারপাড়ার বাসুড়ি ইউনিয়নের ওয়াদিপুর সুপার-১ ইটের ভাটায়। হজরত আলী ওয়াদিপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে।

নিহত হজরত আলীর ভাই ইসলাম হোসেন জানান, হজরত ওয়াদিপুর দাখিল মাদরাসায় নবম শ্রেণিতে পড়তো। একই সঙ্গে সে সুপার ওয়ান-১ ইটের ভাটায় কাজ করতো। আজ বিকেল সাড়ে ৪টার দিকে ভাটার ঢিবিতে কোদাল দিয়ে মাটি কাটছিল সে।

এসময় অসাবধানতাবশত ঢিবি থেকে পড়ে যায় হজরত। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই হজরতের মৃত্যু হয়েছে বলে জানান জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত