
পীরগঞ্জ (ঠাকুরগাঁও), ১৮ মার্চ, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ মার্চ ঠাকুরগাঁওয়ে আগমন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন সমূহের প্রতিনিধি সভা বিকেলে উপজেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, সংসদীয় আসন-৩০১ এর এমপি সেলিনা জাহান লিটা, পৌর মেয়র কশিরুল আলম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক গোলাম রব্বানী।
আরো বক্তব্য রাখেন- মহিলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারা খাতুন বুলবুলসহ শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ইউনিয়ন ও পৌরসভা কমিটির সভাপতি-সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
বক্তারা সকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৯ মার্চ এর ঠাকুরগাঁওয়ের জনসভা সফল করার জন্য ব্যাপক জনসমাগম করার অঙ্গিকার করেন।
এবিএন/বিষ্ণুপদ রায়/জসিম/এমসি