![আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/18/ashasuni-map_131053.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১৮ মার্চ, এবিনিউজ : আশাশুনি উপজেলার কচুয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ঘের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, কচুয়া গ্রামের আলহাজ¦ শাহাজান সরদারের পুত্র মনজুরুল ইসলাম লাভলু কচুয়া মৌজায় পৈত্রিক ও ডিডকৃত ১৩ বিঘা জমিতে মৎস্য চাষ করেন। গত ১৬ মার্চ বেলা সোয়া ৫টার দিকে তিনি মটর সাইকেলে ঘেরে গিয়ে দেখেন অপরপ্রান্তে জব্বার বেগ বোতল থেকে কিছু ঢেলে দিচ্ছেন।
তিনি দৌড়ে তাকে ধরার চেষ্টা করেও ধরতে পারেননি। উপস্থিত স্বাক্ষীরা জব্বারকে ঘের থেকে ছুটে যেতে দেখেন। তারা ঘেরের পানি থেকে বিষের বোতল উঠিয়ে মহিলা মেম্বার শামিমা সুলতানা কুইনসহ অন্যদেরকে দেখান।
কিছুক্ষণের মধ্যে ঘেরের মাছ ছটফট করে মরতে শুরু করে এবং অনুমান ২ লক্ষ ২৫ হাজার টাকার মাছ মারা যায়। এদিন বিকেলে ঘের মালিক হাজীরহাটে বিবাদীকে পেয়ে বিষ দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর না দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। তার বড় ভাই তাকে বাড়িতে নিয়ে যায় বলে ঘের মালিক লাভলু জানান।
জব্বার বেগ জানান, শত্রুতামূলকভাবে অভিযোগ করা হয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি। বাজারেও জ্ঞান হারানোর অভিযোগ অপপ্রচার মাত্র।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি