বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শরীয়তপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুর, ১৮ মার্চ, এবিনিউজ : শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আগুনে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার ভেদরগঞ্জের সখিপুর থানার দুর্গম চর কাঁচিকাট ইউনিয়নের শিবসন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো শিবশন গ্রামের মনির সরকারের মেয়ে মাফিয়া আক্তার (৬) ও আসমা আক্তার (৮)।

স্থানীয় ইউপি সদস্য নজির খান জানান, বিকালে মনির সরকারের রান্নাঘর থেকে হঠাৎ আগুন ধরে। এ সময় মাফিয়া ও আসমা ঘরের ভিতর ছিল। আগুন নেভানোর পর তাদের পুড়ে কয়লা হওয়া লাশ উদ্ধার করে এলাকাবাসী। এলাকাবাসী আধঘণ্টার চেষ্টায় আগুন নেভালেও চারটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানান নজির খান।

সখিপুর থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়। আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। চারটি ঘরসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে স্থানীয়দের ভাষ্য।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। উপজেলা প্রশাসন থেকে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুর রহমান বলেন, শিবসন গ্রামে আগুনে পুড়ে দুইটি শিশুর মুত্যুর খবর কেউ আমাদের জানায়নি। আমরা কিছু জানি না।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত