![ফেনীতে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/road-accident@abnews24_131078.jpg)
ফেনী, ঢাকা, ১৯ মার্চ, এবিনিউজ : ফেনীর সোনাগাজী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
উপজেলার মতিগঞ্জের সাতবাড়িয়া সেতু এলাকায় ফেনী-সোনাগাজী সড়কে রবিবার গভীররাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইব্রাহিম খলিল (৩৮) ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের মঠবাড়ীয়া জমদ্দার বাড়ির রফিকুল ইসলামের ছেলে।
আহত জাহিদুল ইসলাম দিদারকে (৩৫) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, খলিল ও দিদার মোটরসাইকেলে করে সোনাগাজী থেকে ফেনী ফিরছিলেন। পথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান মোটরসাইলকে চাপা দিলে খলিল ও জাহিদুল আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ