![লালপুরে দুটি বিদ্যালয়ের ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/lalpur-school-opening_131082.jpg)
লালপুর (নাটোর) , ১৯ মার্চ, এবিনিউজ : নাটোরের লালপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে কদিমচিলান ইউনিয়নের হাজিরহাট উচ্চ বিদ্যালয় ও দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন গতকাল রোববার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, সদস্য ফিরোজ আল হক ভূইয়া, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ্ প্রমুখ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/নির্ঝর