![লক্ষ্মীপুর ময়লার ট্যাঙ্কি অপসারণকে কেন্দ্র করে হামলা: আহত ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/lakkhipur-hamla_131092.jpg)
লক্ষ্মীপুর, ১৯ মার্চ, এবিনিউজ : লক্ষ্মীপুর ময়লা ট্যাঙ্কি অপসারণকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে মারপিটে আহত হয় নারীসহ ২জন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ হাফিজ উদ্দিন ডাক্তার বাড়ি প্রকাশ দোকলার বাড়িতে।
ঘটনার বিবরণী জানা গেছে, মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ কাঞ্চনের (৪৩) বসত ঘরের পাশে তারই ছোট সৎ ভাই মোঃ হারুণ(৩৬) শৌচাগারের ট্যাঙ্কি স্থাপন করেন। দীর্ঘদিন ওই শৌচাগারের ট্যাঙ্কি ব্যবহৃত হলে মারাত্মক দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে কাঞ্চন সামাজিকভাবে বসে ময়লার ট্যাঙ্কি অপসারণ করার জন্য বলে। হারুণ তাতে কর্ণপাত না করলে কাঞ্চন বাদী হয়ে লক্ষ্মীপুর পৌরসভায় অভিযোগ দায়ের করেন। যার নং- ৮০/১৮ তাং- ২৫/০২/১৮। এতেও হারুণ সাড়া না দিলে কাঞ্চন সদর থানায় অভিযোগ দেয়। এতে এস.আই জামাল উভয় পক্ষকে গত শুক্রবার সন্ধ্যায় ডেকে আপোষ মিমাংসার জন্য বলে।
সদর থানায় অভিযোগ দেওয়ায় হারুণ ক্ষিপ্ত হয়ে ঐ দিন রাত ৯টার দিকে অতর্কিতভাবে হামলা চালায়। এতে কাঞ্চন ও তার স্ত্রী শাহিনুর বেগম আহত হয়। চাইনিজ কুড়ালের উপর্যপরি আঘাতে কাঞ্চনের মাথার দুপাশে মারাত্মক রক্তাক্ত যখম হয়। বর্তমানে কাঞ্চন সদর, হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতলে থাকলেও আব্দুর রহিমের ছেলে মঞ্জুর(৪৫), মঞ্জুরের ছেলে রাছেল(২৬), লাগাতার হুমকি-ধমকি দিয়ে আসছে বলে কাঞ্চন জানায়। শুধু তাই নয় উল্টো মামলা দিয়েও কাঞ্চন ও শাহিনুর বেগমকে হয়রানি করছে বলে জানা গেছে।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/নির্ঝর