![সুনামগঞ্জে ভোরের ডাক পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/sunamgonj-vorerdak_131113.jpg)
সুনামগঞ্জ, ১৯ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জে দেশের বহুল আলোচিত জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৯ টা থেকেই জেলা শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। বিশিষ্ট ব্যক্তিবর্গদের বরণ করে নেন জেলা প্রতিনিধি অরুন চক্রবর্তী।
পরে আজ সোমবার সকাল ১১ টায় অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জেলা প্রতিনিধি অরুন চক্রবর্তী সভাপতিত্বে ও দোয়ারাবাজার উপজেলা ভোরের ডাক প্রতিনিধি আলা উদ্দিন ও বিশ্বম্ভরপুর উপজেলা ভোরের ডাক প্রতিনিধি বদিউজ্জামান আশিক এর যৌথ সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সাবেক ভারপ্রাপ্ত মেয়র যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ জেলা বাসক এর সভাপতি ফজলুল হক, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ।
অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, এস এ টিভির জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বাংলাদেশ টু ডে পত্রিকার জেলা প্রতিনিধি স্বপন সরকার, দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, ইয়াং জার্নালিস্ট এর সাধারণ সম্পাদক রুজেল আহমদ, বাসক এর সহ সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর