![মদনে অধ্যক্ষকে সংবর্ধনা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/19/sova_abnews_131119.jpg)
মদন (নেত্রকোনা), ১৯ মার্চ, এবিনিউজ : সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের প্রফেসর অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন ঢাকা কর্তৃক মাদার তেরেসা গোল্ড মেডেল পদকে সফল শিক্ষাবিদ হিসেবে ভূষিত করায় সোমবার কলেজ শিক্ষক ও কর্মচারীরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
শিক্ষক মিলনায়তনে প্রভাষক হারাধন চন্দ্র সাহার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কদ্দুছ।
আরো বক্তব্য রাখেন- ওসি মো. শওকত আলী, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, প্রভাষক আজিজুল হক ও সংবর্ধিত প্রফেসর অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম প্রমুখ।
এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/এমসি