শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সিরাজগঞ্জে চা দোকানদারকে কুপিয়ে হত্যা: এলাকায় আতংক

সিরাজগঞ্জে চা দোকানদারকে কুপিয়ে হত্যা: এলাকায় আতংক

সিরাজগঞ্জে চা দোকানদারকে কুপিয়ে হত্যা: এলাকায় আতংক

সিরাজগঞ্জ, ১৯ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেড়াখোলা গ্রামের জামাত আলী (২১) নামে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ সোমবার দুপুরে পুলিশ ওই গ্রামের স্থানীয় ডোবার কচুরী পানার নিচ থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের বিশা মোল্লার ছেলে এবং স্থানীয় বাজারের চা দোকানদার।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, গতকাল রবিবার সন্ধ্যা রাতে বেড়াখোলা বাজার এলাকা থেকে নিখোঁজ হয় জামাত আলী। সম্ভাবত ওই দিন রাতেই তাকে উপর্যপুরি কুপিয়ে হত্যা করে উল্লেখিত ডোবায় কচুরিপানার নিচে লুকিয়ে রাখে দূবৃর্ত্তরা। তবে কি কারনে এই চা বিক্রেতা যুবককে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে এ নির্মম হত্যাকান্ড নিয়ে এলাকায় শোক ও আতংকের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছ্।ে

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত